তুহিন মাহামুদ, ইতালি থেকে:- সিলেট জেলার কৃতি সন্তান সিলেট প্রেস ক্লাবের সেক্রেটারি,৭১ টিভির সিলেট ব্যুরো প্রধান চৌকশ সাংবাদিক জনাব ইকবাল মাহমুদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করলো মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালি।
৯ ডিসেম্বর রবিবার বিকাল চারটায় মিলানের স্হানীয় একটি আভিজাত্য ইতালিয়ান রেস্টুরেন্টেের সেমিনার কক্ষে সম্বর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিলান বাঙলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্বর্ধিত প্রতিথি জনাব ইকবাল মাহমুদ।
তিনি বলেন,সাংবাদিক বা মিডিয়া কর্মিরা যে যেখানে যেভাবে কাজ করুক না কেন সবার একটি জায়গায় ঐক্যতা আছে। সততা,নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে একজন সংবাদ কর্মি যখন সংবাদ পরিবেশন করেন তখন তিনি হয়ে ওঠেন একজন সচেতন সাংবাদিক।আর এই ধারা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের দ্বায়িত্ব ও কর্তব্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলান বাঙলা প্রেস ক্লাবের সম্নানিত উপদেষ্টা, বাংলা ভিশন ইতালির প্রতিনিধি তুহিন মাহামুদ।তিনি বলেন,সংবাদ এবং সাংবাদিক এই দু'টো সমাজের অপরিহার্য। সংবাদ যেমন সমাজের চিঁত্রকে লেখনির ভাষায় দৃশ্যমান করে তোলে ঠিক তেমনি একজন সচেতন সাংবাদিক সমাজ পরিবর্তনের আর্দশ হিসেবে কাজ করেন।তিনি ইকবাল মাহমুদকে ধন্যবাদ জানিয়ে বলেন,শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় অংশ নেন মিলান বাঙলা প্রেস ক্লাবের ধর্ম বিষয় সম্পাদক,এটিএন বাংলা মিলান প্রতিনিধি আহসান হাবিব শিমুল,সম্মানিত সদস্য এ,আর রাহুল,জোবায়ের আহমেদ শিশু প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ৪ ডিসেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পোল্যান্ডের উদ্দেশ্যেে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ইকবাল মাহমুদ। পোল্যান্ড এর কাতবিচ শহরে আয়োজিত এবারের জলবায়ু সম্মেলনে বিশ্বের ৬৪ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছেন। ফ্রান্স,স্পেন,পর্তুগাল ও জার্মানি সফর শেষে আগামী ১৫’ই ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।