টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফ থেকে ১ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে টেকনাফ বরইতলী এলাকায় র্যাবের চেক পোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে তাহের হোসেন (৩৪), ঢাকা মিরপুরের মৃত আমিনুর রহমানের ছেলে আফিফুর রহমান ও ফরিদপুরের ভোয়ালমারী গ্রামের বাসিন্দা মৃত খোকন কাজির ছেলে কাজি হোসেন (৩০)।
টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট মির্জা শাহেদ বলেন, সোমবার রাতে ইয়াবা চালান কিনে কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে ঢাকা ফিরছে, এমন গোপন সংবাদের খবর পেয়ে তিনিসহ র্যাবের একটি দল টেকনাফের বরইতলীর র্যাবের চেক পোস্টে একটি গাড়িতে তল্লাশি চালান। এসময় গাড়িতে থাকা ওই তিন জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।