ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




কন্ডিশন ও উইন্ডিজ দুই প্রতিপক্ষের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ১২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলতে আয়ারল্যান্ডে টাইগাররা। শীত এবং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি সম্প্রচার করবে।

স্বাগতিক আয়ারল্যান্ডর বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ছন্দের আছে ক্যারিবীয়রা। বিশেষ করে গেল বছর বাংলাদেশকে ভোগানো শাই হোপ তো প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অন্য ওপেনার জন ক্যাম্পবেলও সেঞ্চুরি তুলে জানান দিয়েছেন নিজের ফর্মের।

তবে দুই দলের সর্বশেষ দ্বৈরথ আশা দেখাতে পারে টাইগার বাহিনীকে। গেল বছর ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৪টিতেই জিতেছে বাংলাদেশ।
এদিকে আয়ারল্যান্ডে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি তামিম-সাকিবদের। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে হেরেছে ৮৮ রানে। যদিও এটা নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দল ভালো না করলেও ব্যাটে বলে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত।

আজকের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন মাশরাফি বিন মর্তুজা। নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারার দিকেই মনোযোগ টাইগার অধিনায়কের, ‘শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরও কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা প্রস্তুতি ম্যাচ হেরেছি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের তীব্র শীত। মাশরাফির সরল স্বীকারোক্তি, এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব নয়। ফলে মানসিকতার ওপর জোর দিচ্ছেন তিনি, এখানে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর খেলতে নেমে ঠাণ্ডা কতটা, এসব অজুহাত ছাড়া কিছু হতে পারে না। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কন্ডিশন ও উইন্ডিজ দুই প্রতিপক্ষের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯

অনলাইন ডেস্ক;
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলতে আয়ারল্যান্ডে টাইগাররা। শীত এবং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি সম্প্রচার করবে।

স্বাগতিক আয়ারল্যান্ডর বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ছন্দের আছে ক্যারিবীয়রা। বিশেষ করে গেল বছর বাংলাদেশকে ভোগানো শাই হোপ তো প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অন্য ওপেনার জন ক্যাম্পবেলও সেঞ্চুরি তুলে জানান দিয়েছেন নিজের ফর্মের।

তবে দুই দলের সর্বশেষ দ্বৈরথ আশা দেখাতে পারে টাইগার বাহিনীকে। গেল বছর ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৪টিতেই জিতেছে বাংলাদেশ।
এদিকে আয়ারল্যান্ডে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি তামিম-সাকিবদের। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে হেরেছে ৮৮ রানে। যদিও এটা নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দল ভালো না করলেও ব্যাটে বলে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত।

আজকের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন মাশরাফি বিন মর্তুজা। নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারার দিকেই মনোযোগ টাইগার অধিনায়কের, ‘শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরও কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা প্রস্তুতি ম্যাচ হেরেছি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের তীব্র শীত। মাশরাফির সরল স্বীকারোক্তি, এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব নয়। ফলে মানসিকতার ওপর জোর দিচ্ছেন তিনি, এখানে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর খেলতে নেমে ঠাণ্ডা কতটা, এসব অজুহাত ছাড়া কিছু হতে পারে না। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।