এসএসসি পাশ করলো দিঘী

- আপডেট সময় : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
এক সময় শিশুশিল্পী হিসেবে পর্দা কাঁপিয়ে প্রার্থনা ফারদিন দীঘি। ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে। এ পরীক্ষায় জিপিএ ৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছে দীঘি।
সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর দীঘির বাবা সুব্রত বড়ুয়া জানান, ‘স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংরেজি ভার্সনে দীঘি এসএসসি পরীক্ষা দিয়েছে। জিপিএ ৩.৬১ পেয়েছে। অন্যান্য বিষয়ে ভালো করলেও গণিতে ওর ফলাফল একটু খারাপ হয়েছে। তাই জিপিএ কমে এসেছে। তবে এই ফলাফলেই আমরা খুশি।’
প্রসঙ্গত, প্রাইমারী স্কুলে পড়ার সময় একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দীঘি।
পরে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমায় অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে সে। এরপর ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘বাবা আমার বাবা’, ‘১ টাকার বউ’ ও ‘অবুঝ শিশু’র মতো দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে এ অভিনেত্রী।