অনলাইন ডেস্ক;
শারীরিক অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত একটি সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।
রোববার এক টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের সঙ্গে দেখার করার ওই কর্মসূচি স্থগিত করেন তিনি।
এনডিটিভি জানায়, মুম্বাইয়ে জুহুর জলসা বাড়ির সামনে প্রতি রোববার সন্ধ্যায় তার ভক্তদের দেখা দেন ৭৬ বছরের এই অভিনেতা। তবে শারীরে ব্যথার কারণে এই রোববার সেখানে যেতে পারেননি তিনি।
শাহেনশাহ টুইট বার্তায় বলেন, সানডে দর্শন করতে পারলাম না আজ। ব্যথা বাড়ার কারণে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। আপনাদের জানিয়ে দিলাম, চিন্তার বিষয় নয় কিন্তু বাইরে আসতে পারলাম না।
এই রোববার ভক্তদের সঙ্গে দেখা না করার ফলে প্রায় ৩৬ বছরের এক রীতিতে ছেদ পড়ল অমিতাভ বচ্চনের।
সর্বশেষ ‘বদলা’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে বিগ-বিকে। বর্তমানে তিনি অয়ন মুখোপধ্যায়ের ‘ব্রক্ষাস্ত্র’ ও ‘তেরা ইয়ার হুঁ মে’ ছবিতে অভিনয় করছেন।
সম্প্রতি ইমরান হাশমির সঙ্গে একটি রহস্য থ্রিলার ছবিতে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন অমিতাভ। অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনায় টুইটারে বার্তা পাঠাচ্ছেন অগণিত ভক্ত।