সংবাদ শিরোনাম :
ঢাকায় বাসের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাওলার কাছে মোজাম্মেল হক (৪৫) নামের ওই ব্যাংক কর্মকর্তা দুর্ঘটনায় পড়েন।
মোজাম্মেল হক মোটর সাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন জানিয়ে ওসি বলেন, “পেছন থেকে কদমতলী-উত্তরা রুটের একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোজাম্মেল গুরুতর আহত হন।
“প্রথমে তাকে উত্তর মহিলা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোজাম্মেল।”
ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মোজাম্মেল গ্রামীণ ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় কর্মরত ছিলেন বলে জানান ওসি নূরে আজম।
বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।