লালমনিরহাট;
লালমনিরহাটের আদিতমারি উপজেলায় আজ রবিবার সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহণ। উপজেলায় বেশ কিছু ভোট কেন্দ্রে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটার শুন্য হয়ে পড়ে ভোটকেন্দ্রগুলো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদিতমারির অধিকাংশ ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল শূন্য।
গিরজা শংকর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা গেছে অলস সময় কাটাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই চিত্র চোখে সরলখা উচ্চ বিদ্যালয় ও সারপুকুর চওড়াটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সায়েম জানিয়েছেন, সকাল থেকেই ভোটার উপস্থিতি থাকলেও, বেলা গড়ার সাথে সাথেই ভোটার কমতে শুরু করেছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আদিতমারি উপজেলায় ৬৭টি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৪৬২ জন।