ফনির প্রভাবে চাঁদপুরে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
- আপডেট সময় : ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ৯৪ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি;
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে চাঁদপুরে প্রচণ্ড গতির ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে মেঘনা নদীর পশ্চিমপাড়ে চরাঞ্চলে বেশ কয়েকটি বসত ঘর ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।
এ ঘটনার কোনো নিহতের খবর না পাওয়া গেলেও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গতকাল সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী ব্যাপারী জানান, আজ শনিবার ভোররাত পৌনে চারটার দিকে রাজরাজেশ্বরের তিনটি গ্রামের ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়।
এ সময় আনুমানিক ৫০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার সন্ধ্যার পূর্বে ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বিধায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন হজরত আলী।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, আমরা মোবাইলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। ইউপির চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন বলে জানান তিনি।