সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের নাম হজরত আলী। তিনি নান্দাইল উপজেলার সাভার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নান্দাইল উপজেলার সাভার কমিউনিটি ক্লিনিকের পিছনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩টি কার্তুজ, ৩০০গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
নিহত হজরত আলীর বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম।