টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গাসহ দুই জনের মৃত্যু হয়েছে। টেকনাফ হ্নীলা এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিক্সা চালক মারা গেছেন। স্থানীয় ইউপি মেম্বার হোছাইন আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত রিক্সা চালক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার হ্নীলা পূর্ব পানখালী হুয়াকিয়াপাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে ফোরকান আহমদ (৩৫) নিজ বাড়িতে প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত রিক্সা চালিয়ে রাতে চার্জ করতে ইলেকট্রিকের সুইচ বোর্ডে কট লাগিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যাটারিচালিত রিক্সা চালকের সংসারে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন ও আত্ননীয়-স্বজন রয়েছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাঁকে রাতেই দাফন করা হয়েছে।
এছাড়া একইদিনে টেকনাফের বাহারছড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াবুল হক (২৫) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে টেকনাফের বাহারছড়া শামলাপুর মহিলা মার্কেটের ছাদের ওপর এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পর মো. হামিদের ছেলে জিয়াবুল হক (২৫)।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরির্দশক আনোয়ার হোসেন জানান, ওই সময় টেকনাফের বাহারছড়া মহিলা মার্কেটের ছাদের ওপর জিয়াবুল নামে রোহিঙ্গা কাজ করছিল। কাজের ফাঁকে ছাদের ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।