বরগুনা ও ভোলায় গাছ চাপা পড়ে নিহত ৩
- আপডেট সময় : ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ৯৩ বার পড়া হয়েছে
বরিশাল ও ভোলা প্রতিনিধি;
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বরগুনা ও ভোলা জেলায় তিন জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস জানান, বরগুনার পাথরঘাটায় দুই জন পুরুষ এবং ভোলা সদর উপজেলায় ঝড়ে একজন নারী প্রাণ হারান।
ভোলায় ঘরচাপা পড়ে নিহত রানু বেগম (৪৫) এর বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। ভোলায় ঝড়ের তাণ্ডবে অন্তত অর্ধশত কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
এদিকে আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রদান করেন।
এছাড়া গতকাল মধ্যরাত থেকে ঝড়ো বাতাসের সাথে ভারি বর্ষণ হয়েছে। তবে ভোর থেকে বৃষ্টি না হলেও আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।