নিজ বাড়িতে আশ্রিত শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

- আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা;
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকায় আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই স্কুলছাত্রী নানা বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে হাফিজুল হাওলাদার (২৮) ওই স্কুলছাত্রীকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক পালিয়ে যায়।
শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এলাকার ইউপি মেম্বার আবুল কালাম জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন যাবত ধর্ষক হাফিজুরদের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান মিয়া বলেন, ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেল চারটার গ্রেফতার করা হয়েছে।