নিজস্ব প্রতিনিধি: ৩রা মে ২০১৯,রোজ শুক্রবার বিকাল ৩টায় চান্দগাঁও টেকবাজার পুল হাজী কালামিয়া সওদাগর স্কুল প্রাঙ্গণে ফুটন্ত কিশোর সংঘ উদ্যোগে আয়োজিত রমজানের গুরুত্ব ও পবিত্রতা শীর্ষক আলোচনা প্রধান অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফউদ্দিন খালেদ সাইফু,প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ,কেন্দ্রীয় কমিটির পরিচালক ড.মাসুম চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি এস এম আজিজ, চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যলয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম, চিটাগং ষ্টার বিল্ডিং এম.ডি জসিম উদ্দীন(সিআইপি), অপরাজয় বাংলাদেশের ইনচার্জ মাহবুবুল আলম,এস এন টিভির সাংবাদিক সৈকত,সিডিএ কলেজের সিনিয়র শিক্ষক মাসুদ করিম, সংগঠনের উপদেষ্টা তসলিম উদ্দিন,নূরুল হক। সংগঠনের সভাপতি
মোহাম্মদ সাদ্দাম হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নুরুল হূদা আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবু তৈয়ব,মোঃমহিউদ্দীন সাংগঠনিক সম্পাদক ফাহিম ইব্রাহিম অর্থ সম্পাদক ইমন খান, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাইফুল মোক্তার সাধারণ সম্পাদক কাজী তৌফিক, বাপ্পা,জাহেদ,মোফাস্সল হক হিমু,ইশতিয়াক ইমন,হাসান,নিরব প্রমুখ।