সকালের সংবাদ ডেস্ক;
মাদারীপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। নাটোর দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোপালগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অপরাধে আটক হয়েছেন এক শিক্ষক। প্রতিনিধিদের খবর-
মাদারীপুর : সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তোফায়েল হোসেনের বিরুদ্ধে এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী শিক্ষিকা। অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা তোফায়েল হোসেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নাটোর : বড়াইগ্রামে খেলার সামগ্রী দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অীভযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মামলা হয়েছে। এদিকে নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
গোপালগঞ্জ : সদর উপজেলার ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মিরাজ হোসেনকে বুধবার আটক করেছে পুলিশ।