চবি ছাত্রীকে ধর্ষণের মামলায় মিরাক্কেল তারকা কারাগারে
- আপডেট সময় : ১১:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ১২১ বার পড়া হয়েছে
চবি প্রতিনিধি;
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ।
হাটহাজারি থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাংগীর।
তিনি বলেন, এক ছাত্রীর মামলার পর অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে চট্টগ্রাম জেলা ম্যজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই ছাত্রীর অভিযোগ, কায়কোবাদের সঙ্গে তার পরিচয় ২০১৮ সাল থেকে। পরিচয়ের এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুযোগে কায়কোবাদ তাকে ধর্ষণ করেন। পরে এ বিষয়ে কথা বলতে গেলে কায়কোবাদ তাকে বেশ কয়েকবার মারধরও করেন। সর্বশেষ গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আমানত হলের সামনে আমাকে মারধর করে। পরবর্তীতে ৩০ এপ্রিল আমি থানায় মামলা দায়ের করি। এ ঘটনা আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে জানিয়েছি।
প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগটি যাচাই বাছাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে।