গৌরীপুর রিপোটার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ১৬৫ বার পড়া হয়েছে
মুজিবুর রহমান, ময়মনসিংহঃ আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শনিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহ গৌরীপুর রিপোটার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার জননন্দিত সুযোগ্য মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির আসন গ্রহণ করেন- গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি বেগ ফারুক আহম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরীপুর পাবলিক কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো: ফারুক আহাম্মদ ও সাপ্তাহিক গৌরীপুর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মশিউর রহমান কাউসার।
গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মোহসিন মাহমুদ শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন- রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, রায়হান উদ্দিন সরকার, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাইদুর রহমান খান আবুসাঈদ, সহ-সভাপতি লুৎফর রহমান খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ, একে এম মাসুদুল আমিন মাসুদ, ঝিন্টুদেব নাথ, পিযুষ রায় গণেষ, শহিদুল ইসলাম সোহেল প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো: রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান শামীম, সাংবাদিক শেখ বিপ্লব, সমকাল ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক বর্তমান পত্রিকার গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক শাহজাহান কবির হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।