বাংলাদেশ অন্য ছোট দলের মতো নয়: মুশফিক
- আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক;
ইংল্যান্ড বিশ্বকাপে আগের মতো গ্রুপিংয়ের সেই ঝামেলা নেই। বিশ্বকাপের গত আসরগুলোতে সমীকরণ সাজাতে ছোট দলগুলোর বিপক্ষে জয়ের মূল লক্ষ্য থাকত। আর বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল টার্গেট।
রোববার মিরপুরে অনুশীলনে শেষে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম এসব কথা বলেন।
ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। তাই এখন আর গ্রুপিংয়ের সেই ঝামেলা থাকছে না।
মুশফিক বলেন, ‘আগে কখনো আমরা শক্ত গ্রুপে পড়লে ভাবতাম এই গ্রুপে না পড়ে ওই গ্রুপে পড়লে ভালো হত। ২০০৭ সালে ভারতকে হারিয়েই আমরা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছিলাম। আবার কখনো সহজ গ্রুপে পড়েও ভালো করা যায়নি।’
ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিটি দলই গ্রুপ পর্বে নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনালে।
এ নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটা কঠিন ফরম্যাট, কিন্তু প্রত্যেকটা দলই একই সুযোগ পাবে। যে ভালো খেলবে, সেই জিতবে। বাংলাদেশ অন্য ছোট দলের মতো নয় যে, সহজ গ্রুপে পড়লে ভালো ছিল এমন ভাবতে হবে।’