ইতালির মিলানে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৬।
- আপডেট সময় : ০৯:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ, ইউরোপ ব্যুরো: ইতালীর আফফোরি এবং মাছাক্কিনি বাংলাদেশী প্রবাসী নারীদের কর্তৃক বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রোববার (২৮ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়।
ভিয়া আফফোরি সংলগ্ন ভিল্লা লিত্তা পার্কে ‘এসো হে বৈশাখ’ এসো, এসো, চিরকালীন এ গানের সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে এবং বর্ণিল পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে সমগ্র এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে।
ঢোল, একতারা, বাঁশী, মুখোশ, কুলা আর আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা সামগ্রী হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকলের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল সোশ্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপ ওমেন্স অফ পাওয়ার এর মেম্বার শিলা,চাঁদনী,লিপি,শিমু,মিলি সহ অন্যান্যরা।প্রতিবছর বাংলা বর্ষবরণ উৎসব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোগতারা এবং সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিক বৃন্দ অতিথিদের মধ্যে নানা ঐতিহ্যবাহী পিঠা,মিষ্টান্ন ভর্তা ও দেশীয় খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাভিশন মিলান ইতালি প্রতিনিধি তুহিন মাহমুদ, চ্যানেল এস ইউ, কে , মিলান ইতালি প্রতিনিধি আব্দুল বাসিত দলই, এটিএন বাংলা মিলান প্রতিনিধি আহসান হাবীব শিমুল, সিলেট আইটি প্রতিনিধি শাহ আলম , ইউরো বাংলা নিউজ ইতালি প্রতিনিধি জুবায়ের আহমেদ শিশু, তাপস সাহা , হাসান আহমেদ , শফিকুল ইসলাম, আহসান হাবিব, লাভলু আহমেদ, তাহের আলম, মিঠু হোসাইন, জাকির আহমেদ, কয়েছ আহমদ প্রমূখ ।
অতিথীরা নতুন বছরে সবার সম্বৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।পুরুষ ও মহিলাদের বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজনে প্রানবন্ত দিনটিকে মুখর করে তোলে এবং সবাইকে দিনভর মাতিয়ে রাখে।
এ ধরনের অনুষ্ঠানের মধ্যদিয়ে ইউরোপের নতুন প্রজন্ম বুকে লালন করবে বাঙলার কৃষ্টি এমন টি