লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না কোহলি

- আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
চলতি লোকসভা নির্বাচনে ভারতের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিত্বদের ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তা পারছেন না দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
মুম্বাইয়ে ভোট দিতে চেয়েছিলেন কোহলি। তার স্ত্রী আনুশকা শর্মাও এখানকার ভোটার। মুম্বাইয়ে ভোট দেওয়ার ব্যাপারে অনলাইন আবেদন করেছিলেন কোহলি। কিন্তু আবেদন খুব বেশি দেরিতে করায় ভোট দেওয়া থেকে বঞ্চিত হওয়ার জোগাড় তারকা এই ক্রিকেটার। ফলে এবারের নির্বাচনে দেশ গড়ার কাজে নিজের মত জানাতে পারার সুযোগ পাচ্ছেন না বিরাট।
প্রসঙ্গত কোহলি জন্মসূত্রে বিরাট দিল্লির নাগরিক হলেও কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়ই এখন মুম্বাইয়ে থাকেন। তার স্ত্রী আনুশকা শর্মাও কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা। সেকারণে মুম্বাইয়েই ওরলি থেকে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন কোহলি।
ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ছিল ৩০ মার্চ। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা জিতে না পারায় সমস্যায় পড়লেন কোহলি। ২৯ এপ্রিল ভোট রয়েছে মুম্বাইয়ের ওরলিতে।