চাঁদপুর প্রতিনিধি;
চাঁদপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির কাকৈরতলায় এ ঘটনা ঘটে বলে সমকালকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জিহাদুল কবির। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ সুপার বলেন, করতোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।