‘শীঘ্রই আসছি’ লেখা আইএসের বাংলা পোস্টার থেকে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে হামলার আশঙ্কা করছে গোয়েন্দারা। একটি আইএসপন্থী চ্যানেলে ওই পোস্টারটি প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া।
কোন দেশের গোয়েন্দা সংস্থা থেকে এমন শঙ্কার কথা জানানো হয়েছে, সেটি প্রকাশ করেনি ভারতীয় ইংরেজি দৈনিকটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টার প্রকাশিত হয় বৃহস্পতিবার রাতে। সেখানে বাংলায় লেখা, ‘শীঘ্রই আসছি...ইনশা আল্লাহ।’
গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হচ্ছে, আইএসের এমন হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ-ভারত। বিশেষ করে শ্রীলঙ্কার ঘটনার পর নড়েচড়ে বসেছে দুই দেশ।
শুক্রবার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে কথা বলেন, ‘আমরা সজাগ আছি। গোয়েন্দারা চমৎকার কাজ করছে। গতকালও আমি আমাদের গোয়েন্দা প্রধানদের সঙ্গে কথা বলেছি।’
গত রোববার দিনের শুরুতে শ্রীলঙ্কার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটায় আইএস। পরে আরও দুটি। এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।
জঙ্গি সংগঠন আল-কায়েদার পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)। এর প্রতিষ্ঠা হয় ২০১৩ সালের এপ্রিলে। পরে নাম পরিবর্তন করে আইএস রাখা হয়। সিরিয়ায় এদের চলাচল তীব্র আকার ধারণ করে এক সময়। কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে গত কয়েক বছরে এদের কার্যক্রম অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু আবার সংগঠনটি মাথাচাড়া দিয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।