নিজস্ব প্রতিবেদক |
জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই দলের সংক্ষিপ্ত বিবরণ লিখিতভাবে তুলে ধরেন।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী ত্যাগীদের নিয়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন একটি দলটি আত্মপ্রকাশ করেছে।
শনিবার রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে।
এতে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই দলের সংক্ষিপ্ত বিবরণ লিখিতভাবে তুলে ধরেন। তিনি এই দলের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
নতুন দলের বিষয়ে তিনি বলেন, আমরা প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা কোনো ধর্মভিত্তিক দল গঠন করব না। আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তা হবে ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য, উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।
এসময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া একাদশ সংসদ নির্বাচনের সমালোচনা করে মঞ্জু বলেন, এই অবস্থায় নতুন গণশক্তি উত্থানের জন্য উন্মুখ হয়ে রয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল মূলত ভোটের একটি মহড়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্পষ্ট করে দিয়েছে সরকার ও বিদ্যমান রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে আমাদের অস্তিত্ব এবং ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য নেই।
ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, বিরোধী জোটসমূহের পক্ষে মানুষের বিপুল সমর্থন দৃশ্যমান হলেও তারা যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করার সামর্থ্য রাখে না, সেটাও পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও এই সংবাদ সম্মেলনে ছিলেন। তাজুল দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে পেশাগতভাবে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।
এর আগে জামায়াতে সংস্কার এবং একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে শীর্ষ নেতৃত্বকে রাজি করাতে ব্যর্থ হয়ে গত ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকারী ব্যারিস্টার রাজ্জাক। কয়েক বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াত বিলুপ্ত করে নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন দলের আমির মকবুল আহমাদকে। তার পদত্যাগের দিনই জামায়াত থেকে বহিষ্কৃত হন দলের মজলিসে শূরার সদস্য মজিবুর রহমান মঞ্জু।