সংবাদ শিরোনাম :
আপনার সমস্যার কথা জানান, সকালের সংবাদ আপনার পাশে থাকবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে
প্রিয় পাঠক,
আপনি কি ব্যাক্তিগত বা সামাজিক কোনো সমস্যা মোকাবেলা করছেন? অথবা আপনার আশপাশের কেউ? মাস্তান, সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয়ে কেউ অথবা পুলিশ কি আপনাকে হয়রানি করছে? আপনি কি নির্যাতনের শিকার? কেই কি আপনার সম্পত্তি বেদখল করেছে? মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন? প্রভাবশালীরাব কি আপনার ওপর মানসিক নির্যাতন চালিয়ে ফায়দা লুঠতে চায়? মাদকের ছোবলে আপনার পারিপার্শ্বিক অবস্থা কি বিষাক্ত? আইনের মারপ্যাঁচে পড়ে আপনি কি সর্বস্বান্ত?
এই ধরনের সমস্যার মুখোমুখি হলে আপনি আমাদেরকে জানান। নির্দিষ্ট ইমেইলে, মুঠোফোনে, অথবা লিখে জানান। অপরাধ অনুসন্ধানী সকালের সংবাদ আপনার পাশে থাকবে। আপনার সমস্যা সমাধানে আমরা সংশিষ্ট দফতরের সাথে কথা বলে তা পত্রিকায় প্রকাশ করবো।
ইমেইল; sokalersongbad@gmail.com
ফোন- ০১৯১১-৩৪১০৮২
০১৭১৬-৪৮২৯৮২