‘মোদির চেহারা দেখে বউ পালিয়েছে, তাকে দেখে আবার জনগণ ভোট দেবে’

- আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় এবার প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরকে ঘায়েল করতে চলছে সরাসরি ব্যক্তিগত আক্রমণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করলেন কর্নাটকের মন্ত্রী বি জেড জামির আহমেদ খান।
তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী তার মুখ দেখেই ছেড়ে চলে গেছেন। যার মুখ দেখে বউই চলে যায়, তার মুখ দেখে জনগণ ভোট দেবে কীভাবে?
জানা গেছে, কংগ্রেস প্রার্থী জামির আহমেদ খান বিজেপি এমপি শিবকুমার উদাসীকে আক্রমণ করতে গিয়েই ওই মন্তব্য করেছেন। কারণ হাভেরি লোকসভা আসনের এমপি শিবকুমার সেখানে গিয়ে মোদির ছবি দেখিয়ে ভোট চাইছিলেন।
শিবকুমার উদাসী দুবারের বিজেপি এমপি। তিনি নির্বাচনী প্রচারে বলেছেন, আমার মুখের দিকে তাকাবেন না। মোদির মুখের দিকে তাকান আর বিজেপিকে ভোট দিন।’
তার এ কথার পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুরে শনিবার এক নির্বাচনী প্রচারণা সভায় কংগ্রেসের ওই নেতা মোদিকে কটাক্ষ করেন। তিনি মোদিকে বোরকায় মুখ ঢাকারও পরামর্শ দেন।