ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র্যের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন আওয়ামী লীগ নেতা। সদর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মর্তুজা জানান, সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শচীন্দ্র নাথ বর্মণ (৪৬) ও চাল বিক্রেতা আশীষ কুমার (৩৫)। আশীষ ওই ইউনিয়নের কচুবাড়ি এলাকার প্রিয়নাথের ছেলে।
পরিদর্শক মর্তুজা বলেন, সরকার হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। আউলিয়াপুর ইউনিয়নে এই চাল বিতরণের জন্য ডিলার নিয়োগ করা হয় আওয়ামী লীগ নেতা শচীন্দ্রনাথ বর্মণকে।
“শচীন্দ্রনাথ এই চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে আশীষের দোকানে মজুদ করছিলেন খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য। গোপনে সংবাদ পেয়ে বোর্ড অফিস বাজারে অভিযান চালিয়ে আশীষের দোকান থেকে ৪০ বস্তায় ভরা ১২০০ কেজি চাল জব্দ করা হয়।”
একই সময় শচীন্দ্রনাথ ও আশীষকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।