বখাটের ছুরিকাঘাতে কমলগঞ্জ যুবলীগ নেতা গুরুতর আহত
- আপডেট সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি;
কমলগঞ্জে ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে দশটায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
ছুরিকাঘাতে আহত জুয়েল আহমদ (২০) কমলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রামপাশা গ্রামের আছিম মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সায়েক আহমদ।
আহত জুয়েলের চাচাতো ভাই কয়েছ আহমদ জানান- কুমড়াকাপন গ্রামের দুলা মিয়ার ছেলে মুহিতুর (৩৫) ও মুহিবুরের (২৫) নেতৃত্বে কয়েকজন বখাটে যুবলীগ নেতা জুয়েলকে ধরে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাক্তকভাবে জখম হন এবং তার পেটে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হয়। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইসচার্জ মো. আরিফুর রহমান ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্বসহকারে দেখছে। আহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। তারপরও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
থানায় অভিযোগ না করা প্রসংঙ্গে জানতে চাইলে কয়েছ আহমদ বলেন রোগী নিয়ে ব্যাস্ত থাকায় অভিযোগ দিতে বিলম্ব হচ্ছে। আজ সন্ধার পরে থানায় মামলা রুজুর জন্য লিখিত আবেদন করা হবে।