স্পোর্টস ডেস্ক; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর থেকেই জনপ্রিয়তা পায়। ২০০৮ সালে শুরু হওয়া ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ১২তম আসর এখন চলছে।
টি-টোয়েন্টির ফরম্যাটের এই প্রতিযোগিতায় বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নেয়ায় ভক্ত-সমর্থকদের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শুধু তাই নয়, আইপিএলের দেখাদেখি ক্রিকেটখেলুড়ে বিভিন্ন দেশ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করে।
ছেলেদের আইপিএল জনপ্রিয়তা পাওয়ায় এবার নারীদের ক্রিকেটকে প্রমোট করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর সেই লক্ষ্যেই নারী ক্রিকেটারদের নিয়ে শুরুতে মিনি আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
নারীদের নিয়ে আয়োজিত মিনি আইপিএলের প্রথম আসরে অংশ নেবে তিনটি দল। জনপ্রিয়তার ওপর নির্ভর করে ভবিষ্যতে দল সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
তিন দল নিয়ে আয়োজিত মিনি আইপিএলে মোট ম্যাচ হবে চারটি। রাত ৮টা থেকে দেখানো হবে ম্যাচগুলো। নারীদের আইপিএলের ম্যাচগুলো হবে বেঙ্গালুরু এবং বিশাখাপত্তনমে। দল এবং ভেন্যু ঠিক হলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।