বেসিক ব্যাংকের ৭৫ কোটি টাকা আত্মসাৎ, ২ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট;
বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ দুজনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত অন্যজন হচ্ছেন- বেসিক ব্যাংকের গুলশান শাখার অফিসার মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগশাজসে বেসিক ব্যাংক, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (ঋণ গ্রহীতা) ও অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি (বন্ধক দাতা) এর মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি ও ঋণ মঞ্জুরের শর্ত ভঙ্গ করে অসৎ উদ্দেশ্য অ্যাডভান্স এর স্থলে টেকনো ডিজাইনকে ৭৫ কোটি ৬৬ লাখ টাকা ঋণ বিতরণ ও উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করে।
দুদক জানায়,২০১৬ সালে এ ঘটনায় অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার (লজিস্টিকস) মশিহুর রহমান সরকার বাদি হয়ে বিজ্ঞ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন।
সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।