বেতন চাওয়ায় পিয়নকে পেটালেন কলেজ চেয়ারম্যান
- আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮ ১৯৩ বার পড়া হয়েছে
বকেয়া বেতনের টাকা চাওয়ায় ঢাকা রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজের পিয়ন মানিক মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কলেজের চেয়ারম্যান আজিজুর রহমান সুমন।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। বুধবার (২১ নভেম্বর) এ ঘটনায় মানিক মিয়া খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নং-১১৭৩। জিডির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাজিরুর রহমান।
মানিক মিয়া বলেন, আমি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে পিয়ন পোস্টে কলেজে কাজ করছি। কিন্তু এ বছরের গত আগস্ট থেকে মোট চার মাস ধরে আমাকে বেতন দেয়া হচ্ছে না। গতকাল কলেজের চেয়ারম্যান স্যার আজিজুর রহমানের কাছে সরাসরি উপস্থিত হয়ে বেতনের কথা বললে তিনি কোনো কথা না শুনেই উল্টো আমাকে মারতে শুরু করেন।
মানিক জানান, তাকে চড়-থাপ্পরসহ লাথিও মারেন আজিজুর। সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি।
তিনি আরও বলেন, কলেজের প্রধান শিক্ষক বিভাস ঘটক ও সহকারী শিক্ষক অপু স্যার ঘটনার সময় উপস্থিত ছিলেন। কিন্তু তারা কেউই তাকে উদ্ধার করতে যাননি। এমনকি প্রতিবাদও করেনি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কলেজের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, সে অপরাধ করেছে তাই পিটিয়েছি। কি অপরাধ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাকে যে অভিযোগ দিয়েছে তাকেই জিজ্ঞেস করুন সে কি অপরাধ করেছে।
এই বিষয়ে খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এ ধরণের একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এখন কোর্টের অনুমতি সাপেক্ষে তদন্ত করে বলতে পারবো অভিযোগটি সত্য কিনা।