বোরহানউদ্দিনে সাংবাদিকের বাড়িতে আগুন, দুই বাড়ি ভস্মীভূত
- আপডেট সময় : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ১৬১ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি;
ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম এ আকরামের বসতঘর ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।
রোববার বিকাল ৫টার দিকে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অফিসার্স পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি করছে, আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। এতে দাউ দাউ করে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। আগুনে দুটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। এ ছাড়াও আগুনে মূল ভবনের একটি অংশ পুড়ে গেছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার খোরেশেদ আলম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে কেউ হতাহত হয়নি।