সংবাদ শিরোনাম :
সচিবালয় ঝুঁকিপূর্ণ হওয়ায় এক নম্বর ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ১১৮ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক; বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবন তুলনামূলক ঝুঁকিপূর্ণ, তাই ওই ভবনে অফিস করা ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনটি ভুমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। চ্যানেল আই
সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সোমবার এ প্রসঙ্গটি উঠে আসে। তখন সচিবালয়ে আরো একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।
এছাড়াও সচিবালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে বৈঠকটি হয়। বৈঠকে বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।