ক্রাইম নিউজঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোসাঃ মুক্তা বেগম (৩২), মোসাঃ আলেয়া খাতুন (২৩) ও সুমি আক্তার (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুগদা থানা সূত্রে জানা যায়, ০৭ এপ্রিল’১৯ রাত ৭.৫০ টায় মুগদা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় উত্তর মান্ডা এলাকা হতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।