আ’লীগ নেতার হাত কেটে নিল প্রতিপক্ষ
- আপডেট সময় : ০৩:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ৯৬ বার পড়া হয়েছে
গুরুদাসপুর প্রতিনিধি; পূর্র্বশত্রুতার জের ধরে নাটোরের গুরুদাসপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ মোজাম বাহিনীর লোকজন। এ সময় মোমিন সরদার নামে ওই নেতার ডান হাত কনুই থেকে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চলনবিল অধ্যুষিত যোগেন্দ্রনগর হরদমা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খালেদা আকতার নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। তবে সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মোমিনের কাটা হাত উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোমিন সরদার বিলের ভেতর তার জমিতে ভুট্টা কাটতে যাচ্ছিলেন। তিনি গ্রামের নেংড়ার মোড় এলাকায় পৌঁছলে একই গ্রামের মোজাম বাহিনীর রাসেলসহ কয়েকজন তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। মোমিন চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে তার ডান হাতের কনুইতে কোপ দিয়ে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আরও জানা যায়, ৭ বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় বেলাল মেম্বারের নেতৃত্বে মোজামের পা ভেঙে দেয়া হয়। মোমিনের মামা দুলাল ওই সময় মোজামের হাত ভেঙে দেয়। পঞ্চম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে মোজামকে কুপিয়ে জখম করে। ওই ঘটনার জেরে মোমিন সরদারের ওপর হামলা হয়েছে বলে জানা গেছে। মোমিন সরদার ওই গ্রামের শুকুর আলীর ছেলে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খালেদাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। কাটা হাত উদ্ধারের চেষ্টা চলছে।