অনন্ত জলিলের অর্ধকোটি টাকা নিয়ে পালালো ড্রাইভার
- আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; অর্ধকোটি টাকা নিয়ে অনন্ত জলিলের গাড়ির চালক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেছেন খোদ অভিনেতা নিজেই। তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো. জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে টাকাগুলোসহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল। জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।
আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে, তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো, ইনশাল্লাহ। অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন।