ভয়াবহ বন্যায় নিহত ৭০
- আপডেট সময় : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক | শুরু হয়েছে সেই মার্চে। এখনো থামার নেই। একটানা বন্যায় ইরান একদম বিপর্যস্ত। দেশটির সংবাদ সংস্থা থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৭০’এ দাঁড়িয়েছে।
জরুরি স্বাস্থ্যসেবার প্রধান পিরিহোসেন কুওলিভান্ড বলেন, ‘৭৯১ জন আহতও হয়েছেন। তার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন ৪৫ জন।’
ইএমএস ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩১টি রাজ্যের মধ্যে ১১টিই বন্যাকবলিত। এর মধ্যে দক্ষিণ ফার্স প্রদেশে সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন জানাচ্ছে, প্রবল বর্ষণের কারণে দেশের ১৪১টি নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। শহরের ৭৮টি রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন। নষ্ট হয়েছে ২,১৯৯টি গ্রামীণ রাস্তাও। এ ছাড়া ৮৪টি সেতু ভেঙে পড়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বন্যায় ১২০০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দেশের ৩৬ শতাংশ নেটওয়ার্ক বিচ্ছিন্ন।
এখন পর্যন্ত ৮৬ হাজার লোক জরুরি ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে প্রায় এক হাজার জনকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।