মোটরসাইকেলে বেপরোয়া গতি, খিলগাঁওয়ে প্রাণ গেলো দু’জনের
- আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ১৩১ বার পড়া হয়েছে
মোটরসাইকেল দুর্ঘটনারাজধানীর সবুজবাগ থানাধীন খিলাগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিক্ষার্থীরা হলেন, তুহিন (১৮) ও নোমান (১৭)। তারা দু’জনই খিলগাঁওয়ের ওহাব কলনির বাসিন্দা। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তুহিন ওহাব কলনির মোফাজ্জল হোসেনের ছেলে। সে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নোমান ওহাব কলনির মজিবুর রহমান মিন্টুর ছেলে। সে কমলাপুর হাই স্কুলের শিক্ষার্থী।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুর পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তা ফাঁকা পেয়ে চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। মোটরসাইকেলটি খিলগাঁও ফ্লাইওভারে উঠতে গেলে ব্রিজের পাশে আইল্যান্ডে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী উভয়ই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।