বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ১৫০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। তার স্ত্রী ইয়াসমিন আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়।
কাজী আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার জোহরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
১৯৭৯ সালে জিয়াউর রহমান ছাত্র দল গঠন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কাজী আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে প্রথম কমিটি করা হয়। ১৯৮০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর সেই সংগঠনেরও দায়িত্ব পেয়েছিলেন তিনি।
আসাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।