হাফিজুর রহমান শফিক: নির্বাসন ইতিহাসের কাছে কোনো পরাজয় নয়। বরং অনেক সময় তা হয়ে ওঠে নতুন অধ্যায়ের শুরু। নেলসন ম্যান্ডেলা কারাগার আর নির্বাসনের দীর্ঘ অন্ধকার পেরিয়ে ফিরেছিলেন জাতির মুক্তির প্রতীক হয়ে। বেনজির ভুট্টো বিদেশে নির্বাসিত থেকেও পাকিস্তানের গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তনের সাহস দেখিয়েছিলেন। চিলির সালভাদর আইয়েন্দে, ইরানের আয়াতুল্লাহ খোমেনি কিংবা নেপালের গণতান্ত্রিক নেতাদের ইতিহাস একটাই কথা বলে- দমন নেতৃত্বকে থামাতে পারে না।
বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ইতিহাসের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদ, রাজনৈতিক মামলা, জেল-জুলুম ও নিপীড়নের প্রেক্ষাপটে দীর্ঘদিন নির্বাসিত থেকেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। আন্দোলন, সংগঠন ও রাজনৈতিক কৌশলে তিনি ছিলেন সক্রিয়, স্পষ্ট এবং দৃঢ়।
২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত ফেরা নয়। এটি ভোটাধিকার, গণতন্ত্র এবং রাজনৈতিক ন্যায়বিচারের দাবিতে দীর্ঘ লড়াইয়ের প্রতীকী মুহূর্ত। ইতিহাস বলে, যারা জনগণের পক্ষে দাঁড়ায়, তাদের পথ যত কঠিনই হোক "প্রত্যাবর্তন অনিবার্য"। তারেক রহমানের ফেরা সেই সত্যকেই আবার মনে করিয়ে দেয়।
লেখক: হাফিজুর রহমান শফিক - সাংবাদিক ও লেখক