সকালের সংবাদ ডেস্ক: জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
মঙ্গলবার ২৫ নভেম্বর গুপিবাগের ইশরাক হোসেনের বাসায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, মোঃ সাইফুল ইসলাম,ঢাকা মহানগর উত্তর সভাপতি মো ওবায়দুল রহমান অটল,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ
সাধারণ সম্পাদক, তানভীর ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মোঃ বকুল মিয়া।
সোমবার ২৪ নভেম্বর,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।