বরিশাল ব্যুরো; বরিশালের থ্রি স্টার হোটেল এরিনা থেকে গোলাম মোস্তফা নামে বিশ্বব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই হোটেলের বাথরুম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের একটি প্রজেক্টের কনসালটেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশের নাকে রক্ত রয়েছে। তবে কি কারণে মারা গেছেন তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি। লাশটি তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষের বাথরুম থেকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।