সংবাদ শিরোনাম :
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মাথা-কোমরের অংশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯ ১৪৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি; নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে একটি মেয়ে নবজাতকের দুই টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়া গেছে বলে জানা গেছে।
সোমবার সকাল ১০টায় ফতুল্লার জামতলা ডাক্তারগলি থেকে লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মেয়ে নবজাতকটিকে ময়লার ভাগাড়ে ফেলে গেছে।
গর্ভপাতের সময় নবজাতকটিকে কেটে বের করা হয়েছে। পরে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। নবজাতকটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।