সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানায় মোটরসাইকেল চোর গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ১৩৫ বার পড়া হয়েছে
খিলক্ষেত থানা পুলিশ চোরাইমোটর সাইকেল উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রফিক শাহ (৩৭) ও মোঃ বাবুল (৩২)।
খিলক্ষেত থানা সূত্রে জানানো হয়, গত ২৫ শে মার্চ মোঃ আরিফ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ২৫ শে মার্চ দুপুর অনুমান ১২.০০ টায় তার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর রাখা ঢাকা মেট্রো হ-৫৪-৬১৭৮ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
অভিযানে নামে থানা পুলিশ। এক পর্যায়ে গত ২৭ মার্চ, ২০১৯ সন্ধ্যা ১৯.৪৫ টায় খিলক্ষেত থানার মস্তুল পুলিশ চেকপোস্টে গ্রেফতার হয় ওই দুই চোর। উদ্ধার করা হয় চোরাই হওয়া মোটর সাইকেলটি। তাদের হেফাজত হতে মোটর সাইকেল আনলক করার জন্য মাস্টার কী জব্দ হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে অন্যত্র বিক্রি করে মর্মে স্বীকার করে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।