দেশটাকে ছোট করে
কার পা চাটো
মসনদ লোভে দেশ
করো না খাটো।
কোটি প্রাণ দেশের জন্য
রক্ত দিতে রাজি
দেশ রক্ষায় জীবনটাকে
ধরতে পারে বাজি।
দেশের পতাকা পুড়িয়ে
কিভাবে হয় বন্ধু
প্রতিশোধের আগুন পুষে
ছাড়বো না একবিন্দু।
যারা দেশের খেয়ে দেশের পড়ে
বিদেশি প্রভুর পা চাটে
দেশের মাটিতে তাদের বিচার হবে
ঘৃণ্য মৃত্যু হবে পথেঘাটে।