প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য:
- আপডেট সময় : ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
সকালের সংবাদ: ফায়ার সার্ভিসে আওয়ামী লীগের প্রেতাত্মা/ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন ডিডি জসিম উদ্দীন’ এমন একাধিক শিরোনামে সকালের সংবাদ অনলাইন সহ একাধিক দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হয় যাহা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন এছাড়াও অসত্য তথ্য প্রচারের কারণে সামাজিকভাবে মান ক্ষুন্ন হওয়ায় তিনি তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবেদকের বক্তব্য: ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীমউদ্দীনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ও বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে স্থিরচিত্র প্রতিবেদকের হাতে এসে পৌঁছায়। প্রাথমিকভাবে কিছু সূত্রে খোঁজখবর নিয়ে সংবাদটি প্রচার করি। কিন্তু পরবর্তীতে খোজ নিয়ে জানতে পারি উক্ত সূত্র সমূহের দেয়া তথ্য অসত্য, যাহা উভয় পক্ষের জন্য বিভ্রান্তমূলক।