বিনোদন প্রতিবেদক;সিনেমায় অভিনয় করবেন বলে স্বপ্ন দেখেছিলেন মডেল সানাই। বেশকিছু চলচ্চিত্রে নামও লিখিয়েছিলেন। তার মধ্যে ‘ময়নার ইতিকথা’ নামের একটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। তবে নানা বিতর্কে জড়িয়ে নিজেকে সমালোচনার মুখে ফেলে দেন তিনি।
নায়িকা হওয়ার স্বপ্নটাও ক্রমাগত অযত্নে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ সাবেক এক মন্ত্রীর সাথে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছে এমন ঘোষণা দিয়ে আলোচিত হন সানাই। তবে কে সেই মন্ত্রী সে নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।
এবার বোরকা পরে বিতর্কের মুখে পড়লেন এই মডেল। বুধবার (২৭ মার্চ) সানাই তার নিজের ফেসবুকে বোরকা পরা কিছু ছবি আপলোড দিয়েছেন। এই ছবি আপলোডের পর থেকেই ট্রলের মুখে পড়তে হয় তাকে। হাজারও বিতর্কিত মন্তব্য ছবির নিচে পোস্ট হতে থাকে।
বোরকা পরা ছবির ক্যাপশনে সানাই লিখেছেন, ‘বোরকা ছাড়া সচরাচর আজকাল বাইরে বের হতে পারি না আমি, তাই আজকে বোরকা পরা অবস্থায় লা মেরিডিয়ানের রুফ টপে ওঠার সময় একটা সাদা চামড়ার লোক (foreigner) যেভাবে আমাকে দেখছিল, এতো ভয় লাগছে... আল্লাহ্ মনে হইছে এই বুঝি কি করল! খোদা সবাইকে রক্ষা করো!’
এদিকে এই পোস্টের নিচে মাসুদ আল পারভেজ নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ‘হোটেলে তো সব খারাপ মেয়েরা বোরকা পরেই ঢোকে, লোকটা স্বাভাবিক ভাবেই ভাবছিল কোনো পতিতা হবে হয়তো, কিন্তু তোমাকে বলতে চেয়েছিল বলতে সাহস পায় নাই। তাই ওভাবে তাকাচ্ছিল। আর তুমি নরমাল লাইফে খোলা চলো আর হোটেলে গিয়ে বোরকা পরো ঘটনাটা কি বলো সবাইকে।’
এসকে মনির নামে একজন মন্তব্য করেছেন, ‘ওই লোকটা তোমাকে দেখে ভাবছিল মাউন্ট এভারেস্ট থাকার কথা নেপালে বাংলাদেশে কীভাবে আসলো!’