সংবাদ শিরোনাম :
আবারো বনানীতে আগুন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; গতকালই রাজধানীর বনানীতে পুড়েছে এফআর টাওয়ার। এতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অনেকে। এরইমধ্যে সেই বনানীতেই আরেক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়ার ২টা ২০ মিনিটে দু’টি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।