বহাল তবিয়তে তিনি
স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম!
- আপডেট সময় : ১২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রশাসন ও আমলাদের ভূমিকা ছিল অপরিসীম। পাতানো নির্বাচন আর ক্ষমতা ঠিকিয়ে রাখতে দোসর হিসেবে কাজ করে যেসব আমলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র সচিব আব্দুল্লাহ আল মাসুদ ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অন্যতম। শেখ হাসিনার এসব দোসরদের অতি ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপসচিব মোজাম্মেল হকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার গল্প অনেকেরই অজানা।
নিজেকে কখনো পরিচয় দিতেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ধর্ম ছেলে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর ভাগ্নে হিসেবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর সিন্ডিকেটের অন্যতম এসব ব্যক্তিদের ঘনিষ্ঠজন পরিচয়ে সর্বদা নিজেকে ক্ষমতাবান হিসেবে জাহির করতেন তিনি। সরাসরি শেখ হাসিনার আরো বেশ কয়েকজন অন্যতম দোসর আমলাদের ঘনিষ্ঠজন হিসাবে তার পরিচিত ছিল।
সমবায় অধিদপ্তর থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তর সবখানেই স্বৈরাচারী শেখ হাসিনার দোসর হিসাবে ক্ষমতাবান এই উপসচিব যেন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার এক মহাকাব্য। তিনি ফায়ার সার্ভিসের পরিচালক (অর্থ প্রশাসন) উপসচিব মোজাম্মেল হক।
ফায়ার সার্ভিসে যোগদানের পর প্রায় দুই মাস কোন দায়িত্ব পালন করেননি তিনি। তৎকালীন সচিব আব্দুল্লাহ আল মাসুদের ভাগ্নে হিসেবে নিজের লুটপাট আর দুর্নীতির এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ এই পদে নিয়ম না মেনেই বদলি দেয়া হয়েছিল মোজাম্মেল হককে। বদলির পর থেকেই তিনি তার ক্ষমতা খাটিয়ে স্বেচ্ছাচারিতার চরম উদাহরণ দেখিয়েছেন ফায়ার সার্ভিসে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত একটি সূত্র জানায়, খোদ মহাপরিচালককেও এই উপসচিব তার সিদ্ধান্ত মানতে বাধ্য করতেন। সাবেক মহাপরিচালক থেকে শুরু করে সকল কর্মকর্তাদের নিজের ক্ষমতার ভয় দেখিয়ে তটস্থ রাখতেন তিনি।
প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্র সচিবের ঘনিষ্ঠজন হিসেবে নিজেকে জাহির করায় তাকে কেউ কিছু বলার মত সাহস ছিল না।
একাধিক সুত্র জানায় সাবেক বিতর্কিত প্রধান বিচারপতি স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর ওবায়দুল হাসানের পারিবারিক ঘনিষ্ঠজন হিসাবে বেশ পরিচিত উপসচিব মোজাম্মেল হক।
স্বৈরাচারী শেখ হাসিনার দোসোর আমলা সিন্ডিকেটের অন্যতম একজন উপসচিব হয়েও বহাল তবিয়তে তিনি। মোহাম্মদ মোজাম্মেল হকের সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গল্প সকলের নিকট ওপেনসিক্রেট।
মোজাম্মেল হকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিস্তারিত থাকবে পরের পর্বে…..