ঘুমের ঘোরে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর: পাহাড় কাটছে প্রভাবশালীরা
- আপডেট সময় : ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
* আগে কাটত আওয়ামীলীগ, এখন কাটে নামধারী কিছু বিএনপির পরিচয়দানকারী নেতাকর্মীরা।
* পাহাড় কাটার ফলে চট্টগ্রামে হতে পারে ভয়াবহ জলাবদ্ধতা।
* পাহাড় কাটার শাস্তি ১০ বছর জেল।
রায়হান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় পরিবেশ অধিদপ্তরকে ঘুমে রেখে তাফসির নামক এক প্রভাবশালীর নেতৃত্বে হামিদ, বাবুলসহ আরও দুই ব্যক্তির যোগসাজশে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। ঐ এলাকার আরেফিন নগরের নীলগিরি আবাসিক এলাকা নামক একটি স্থানে সেনা ক্যাম্পের পাশে একটি নামসর্বস্ব ভূয়া সমিতির নাম করে উঁচু উঁচু তিনটি পাহাড় কাটছেন তারা। ফলে উক্ত এলাকায় বসবাসকারী প্রায় ২০০ পরিবারের ৬ থেকে ৭’শ মানুষ আতংকে আছে। এতে করে যে কোন সময় সেখানে পাহাড় ধসের মত ঘটনা ঘটতে পারে, প্রাণ যেতে পারে অসংখ্য মানুষের।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় এলাকার ত্রাস কথিত নেতা তাফসিরের ইশারায় এই পাহাড়গুলো কাটা হছে। পাহাড় কাটার পর সেখানে প্লট আলাদা করে বিক্রি করেন তিনি। প্রতিটি প্লট আলাদা করে ১০ থেকে ১৫ লক্ষ টাকায় হস্তান্তর করা হয়। এই এলাকার জানুর বাপের ঘোনা নামক স্থানটিতে গিয়ে দেখা যায়, প্রথমে প্রবেশ করতেই ডান পাশে সুবিশাল একটি পাহাড়ের অনেকাংশ কাটা হয়েছে। দিন রাত সমানতালে চলছে এ কাজ। তবে দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারে কাটা বেশী হয় বলেও জানা যায়। আবার এই স্থানটির উত্তর পাশে মসজিদের সাথে ঘেষা আরও একটি টিলা কেটে সমান করা হচ্ছে। সেখানেও প্লট বিক্রি করা হবে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়াও পশ্চিম পাশের বিশাল একটি পাহাড়ের প্রায় অর্ধেক কাটা হয়েছে। যদিও ইতোমধ্যেই সে পাহাড়টি ধসে গেছে।
অনুসন্ধানে জানা যায়, বিগত ক্ষমতাচ্যুত সরকার শেখ হাসিনার সময়ে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর আশ্রয়ে পাহাড় খেয়ে সাবার করত এই তাফসীর। তবে এখন বাবু আড়ালে গেলে বিএনপির কিছু সুবিধাবাদী নেতাদের প্রশ্রয়ে পুনরায় তার এ কার্যক্রম অব্যাহত রয়েছে। আর এসব পাহাড়ের প্লট বিক্রি করে তাফসির এখন আঙ্গুল ফুলে কলাগাছ। বহু টাকার সম্পদ রয়েছে বলে জানান স্থানীয়রা।
পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, পাহাড় কাটাতো দূর সেখানে পরিবর্তন পরিবর্ধন করাটাও দন্ডনীয় অপরাধ। যদি কেউ এ কাজের সাথে সম্পৃক্ত থাকে, তবে তার জরিমানাসহ সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। এদিকে পরিবেশবাদীরা বলছেন, পাহাড় কাটার ফলে একদিকে যেমন জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে ঠিক তেমনিই আবার প্রাকৃতিক দূর্যোগেরও সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতার পাশাপাশি বেশী মাত্রার ভুমিকম্প হতে পারে এ পাহাড় কাটার ফলে।
সালাম নামক স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা ভয়ে মুখ খুলতে পারি না। এইতো কিছুদিন আগেও কাটার কারনে একটা পাহাড় ধসে পড়ছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। আমাদের এখানে ২শ পরিবার রয়েছে। আমরা সবাই পাহাড়ের নীচে বসবাস করি। এই পাহাড় কাটার কারণে এখানকার পরিস্থিতি দিন দিন খুব ভয়ংকর হয়ে যাচ্ছে। জানিনা আমরা আর বসবাস করতে পারবো কিনা। তাফসির ভাইয়ের বিরুদ্ধে আমরা কেউ কথা বললেই সে আমাদের উপর অত্যাচার করে। আমরা চাই এই পাহাড় কাটা বন্ধ হোক। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এ বিষয়ে জানতে তাফসিরে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালকের মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।