৫০০ পরিবারের মাঝে বিস্কুট, চাল, ডাল, তেল, গুড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন, বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
বন্যাকবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। সোমবার(২৬ আগস্ট) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ৮টি এলাকায় বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে বিস্কুট, চাল, ডাল, তেল, গুড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন, বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামসহ অন্তত ১৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগস্ত এসব অঞ্চলে ত্রাণ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে উত্তোলিত অর্থে ত্রাণ প্রদান করা হয়।
এর আগে ২৫ আগস্ট রোববার রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসব ত্রাণ উপকরণ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও উপাচার্য(ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল খান চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সোফিয়া হোসেন, প্রক্টর ও সহকারী অধ্যাপক শাহ মোঃ আল ইমরান সরকার, আইন বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোল সাইফুল আলম, বিবিএ বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী প্রমূখ উপস্থিত ছিলেন।