সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আবারও সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এক বার্তায় জানানো হয়, ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষার্থীদের আইডি কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় এমন সতর্কতা বার্তা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে রাস্তায় বসে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি। এর আগে ক্যাম্পাসে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা তিনটার দিকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙখলা বাহিনীর সদস্যবৃন্দ।